কঠোর লকডাউনের মতলব উত্তরে প্রশাসন সক্রিয়

মতলব উত্তর প্রতিবেদক :

লকডাউনের দ্বিতীয় দিনে চাঁদপুরের মতলব উত্তরে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ও সহকারি কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা সকাল থেকে বিভিন্ন বাজাওে অভিযান চালিয়েছেন।

তরকারি বাজার উন্মুক্ত স্থানে নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন বাজার কমিটিকে। সড়কগুলোতে যান চলাচল খুবই কম। মোড়ে মোড়ে যানবাহন থামিয়ে চেক করছে পুলিশ। প্রধান প্রধান সড়কগুলোকে চেকপোস্ট বসানো হয়েছে।
সড়কে অটো রিকশার দাপট দেখা গেছে। তবে ব্যক্তিগত মটর সাইকেল গাড়ির সংখ্যাও ছিল বেশি। পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশাও চলতে দেখা গেছে।

সারা দেশে আট দিনের লকডাউন চলছে। তবে প্রথম দিন সরকারি ছুটি থাকায় মানুষের চলাচল কম ছিল। আজ বৃহস্পতিবার ব্যাংক খোলা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই চলাচল বেড়েছে।

Loading

শেয়ার করুন: