করোনা আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করতে হবে: জেলা প্রশাসক

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন,করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আমাদের সকলেই সতর্ক থাকতে হবে। বিশেষ করে চাঁদপুরে এ ভাইরাস যেন না ছড়াতে পারে সেদিকে আরো বেশি সতর্ক থাকতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার নিশ্চিত ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং করোনা আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করতে হবে। আগামি এক সপ্তাহের মধ্যে সকল শিক্ষিকদের করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। একজনও যেন টিকা ছাড়া না থাকে সেদিকে মনিটরিং করতে হবে। ভ্যাকসিন নিয়ে আতঙ্কের কোন বিষয় নেই। করোনা ভ্যাকসিনের প্মরথ ডোজ নিলেই নিরাপদ থাকা যায় না, দ্বিতীয় ডোজ নিলে শরীরের কার্যকারিতা বৃদ্ধি করে। এব্যাপারে জনমনে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

২১ মার্চ রোববার সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, গ্রাম-আদালতের দিকে আরো বেশি নজর রাখতে হবে। গ্রাম-আদালতের অধীনে গ্রামের মামলাগুলো নিষ্পত্তি হলে গ্রামের জনসাধারণদের কষ্ট করে আর শহরের দিকে আসতে হবে না। ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন মহাসড়কে না চলার ব্যাপারে আইন রয়েছে। যদি মহাসড়কে এধরণের যানচলাচল করে তাহলে আইনগত ব্যবস্থ গ্রহণ করতে হবে। সামনে বর্ষার মৌসুম আসছে, তাই বাঁধ রক্ষায় সকল ব্যবস্থা আগে থেকেই গ্রহণ করতে হবে। পুরান বাজারের হরিসভার কাছে বাঁধের দিকে নজর রাখতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিষয়টি গুরুত্বসহকারে খেয়াল রাখতে হবে।

জেলা প্রশাসক জাটকা রক্ষা নিয়ে বলেন, ইলিশ আমাদের জাতীয় সস্পদ। এ সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। ইলিশের বাড়ি চাঁদপুর এ সুনামটি যেন অক্ষুন্ন থাকে, সে অনুযায়ী কাজ করে যেতে হবে। জেলেদের নতুন হালনাগাদ তালিকা না হওয়ায় আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আশু একটা ব্যবস্থা গ্রহণ করা খুবই প্রয়োজন। অভিযান চলাকালীন সময়ে মানে যেসময় নদীতে মাছ ধরতে দেয়া হবে না, ওইসময় জেলেদের এমন কিছু দিতে হবে যা দিয়ে তারা বিকল্প কর্ম করতে পারে। তাদেরকে যদি সেলাই মেশিন জাতীয় কিছু দেয়া হয়, সেটা দিয়ে কি তারা কাজ করতে পারবে?

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ , সিভিল সার্জেন ডা মোঃ সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমূখ। এসময় সকল পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: