করোনা আক্রান্ত মুক্তিযোদ্ধা বাসদ নেতা আলমগীর হোসেন দুলাল

বাসদ (মার্কসবাদী) দলের কেন্দ্রীয় নেতা বীরমুক্তিযোদ্ধা ও ওনুআ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা কমরডে আলমগীর হোসেন দুলাল করোনা আক্রান্ত হয়ে জীবন সায়াহ্নে অবস্থান করছেন।

জানা গেছে, বাংলাদেশর সমাজ তান্ত্রিক দল বাসদের সাবেক জেলা সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) দলের কেন্দ্রীয় নেতা বীরমুক্তিযোদ্ধা ও ওনুআ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা কমরডে আলমগীর হোসেন দুলাল সম্প্রতি করোনা আক্রান্ত হন। তার অবস্থা ক্রমেই জটিল অবস্থায় রয়েছে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকা জনক।

জানা গেছে, প্রতিদিন তার আইসিইউ খরচ ৩৫ হাজার টাকা গুনতে হচ্ছে। তারই জটিল অবস্থা থেকে সুস্থ হতে তার পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে ওনুআ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা কমরডে আলমগীর হোসেন দুলাল এর আশু রোগমুক্তি কামনা করেছেন সংসদের বর্তমান সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান।

Loading

শেয়ার করুন: