করোনা: চাঁদপুরে ৭৮ জনের কাফন-দাফন করেছেন ইসলামী আন্দোলন স্বেচ্ছাসেবী টীম

আনোয়ারুল হক:

চাঁদপুর জেলা সদর ও উপজেলায় করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৭৮ জনের কাফন ও দাফন কাজ সম্পন্ন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবী টীম।

গত এপ্রিলর মাস থেকে শুরু করে ১৭ জুন পর্যন্ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে মৃত, নিজ বাড়ীতে মৃত, ঢাকা থেকে আগত মৃত ও ঢাকায় নেয়ার পথে মৃত ৭৮জন মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মের ব্যাক্তির দাফন, দাহ ও সমাহিত কাজে সহযোগিতা করেন।

এপ্রিল মাস থেকে ১৭ জুন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত ব্যাক্তিরা হলেন: হাজীগঞ্জের আব্দুল মমিন খন্দকার, হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ডের মো. নুনু মিয়া, বাকিলার মো. জামাল হোসেন, পৌরসভার ৩নং ওয়ার্ডের আলহাজ রফিকুর ইসলাম, মতলব দক্ষিন উপজেলার নারায়নপুরের মো. জয়নাল আবেদীন প্রধান, শাহরাস্তি পৌর এলাকার আবদুস সালাম, চাঁদপুর শহরের চিত্রলেখার মোড় এলাকার বাসিন্দা মো. মফিজুর রহমান খান, সদরের বালিয়া ইউনিয়নের মো. বিল্লাল হোসেন শেখ, হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা শাহ আলম চৌধুরী, ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. ছিদ্দিুকুর রহমান, ৪নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মান্নান বেপারী, ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ইউনিয়নের আব্দুল আজিজ, মতলব দক্ষিন উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের মো. মমিনুল হক বেপারী, একই ইউনিয়নের মো. মনু মিয়া।

হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. এরশাদ হোসেন, মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের মো. শামছুল হক মোল্লা, চাঁদপুর শহরের জয়নাল হোসেন চোকদার, চাঁদপুর শহরের বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, মতলব উত্তর উপজেলার এখলাশপুর ইউনিয়নের মো. জামান হোসেন, হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের আবুল বাসার লেদা, ফরিদগঞ্জের পৌরসভার ৮নং ওয়ার্ডের দিবাকর রায় চৌধুরী, চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ ৫নং সদর ইউনিয়নের আব্দুল মোমেন, চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. আনোয়ার হোসেন খান, মতলব দক্ষিন উপজেলার উপদি উত্তর ইউনিয়নের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন, চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের মো. হাবিবুর রহমান খান, হাজীগঞ্জ পৌরসভার মো. নুরে আলম, মতলব দক্ষিন উপজেলার বাসিন্দা ওয়াহিদ উল্লাহ খন্দকার।

মতলব উত্তর ছেঙ্গারচর পৌরসভার ইঞ্জিনিয়ার ইলিয়াছ শিকদার, ফরিদগঞ্জ নয়াহাটের বাসিন্দা হাফিজ আহম্মেদ মিয়াজী, চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা নিরেন্দ্র বর্মন, ফরিদগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের জিন্নাতুন্নিসা, হাজীগঞ্জ পৌরসভার মো. আবুল কাশেম, হাজীগঞ্জ কালচো ইউনিয়নের রামপুর এলাকার বাসিন্দা এনামুল হক, চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. ফজলুর রহমান, হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের মো. সোলাইমান পাটওয়ারী, হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাসিন্দা মো. মজবুল মিয়াজী, চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের বাসিন্দা একেএম মোশাররফ হোসেন, হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের বাসিন্দা রোকেয়া বেগম, চাঁদপুর শহরের পুরান বাজার হাফেজ মাহমুদা স্কুলের প্রাক্তন শিক্ষিকা ফাতেমা সুলতানা মনি, মতলব দক্ষিন উপজেলার দগরপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম।

হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাসিন্দা আব্দুর রউফ অরুন সর্দার। একই ইউনিয়নের আব্দুর রশিদ খালিফা। হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আউয়াল, হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের মো. দুলাল মিয়াজী, সদর উপজেলার রামপুর ইউনিয়নের মাহবুবুল হক পাটওয়ারী, হাজীগঞ্জ পৌরসভা এলাকার মো. শামছুল হুদা মুন্সী, মতলব দক্ষিন উপজেলার উপাদি দক্ষিন ইউনিয়নের আব্দুল কুদ্দুস, চাঁদপুর সদরের কল্যানপুর ইউনিয়নের কল্যান্দি গ্রামের লাকি বেগম, একই গ্রামের আব্দুর রাজ্জাক বাট।

হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম ও মো. মজিবুর রহমান মোল্লা। হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের সমির চন্দ্রা দাস, চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা রহিম কবিরাজ, চাঁদপুর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা আসমা বেগম, মতলব দক্ষিন উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বাসিন্দা মনি আক্তার, হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেম মিয়াজী ও ৬নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কাদের পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়া গ্রামের মো. মোস্তফা কামাল, ফরিদগঞ্জের সাংবাদিক আবুল হাসনাত, মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের বাসিন্দা মো. মুসলিম উদ্দিন।

চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের বাসিন্দা সাহিদা বেগম, মতলব দক্ষিন উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের বাসিন্দা মো. হাসান পাটোয়ারি, চাঁদপুর সদরের তরপুরচন্ডী ইউনিয়নের মো. খোরশেদ আলম সরদার, ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের বাসিন্দা মো. কাশেম খান, মতলব উত্তর উপজেলার বরুর কান্দি গ্রামের ওমর ফারুক সরকার, চাঁদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. মজিবুর রহমান পাটওয়ারী ও তার স্ত্রী রাবেয়া বেগম, চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদীর বাসিন্দা ও জেলা পরিষদ এর মহিলা সদস্য খোদেজা রহমান, চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামের আলী আজম পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের ফতেমা, সদর উপজেলার বালিয়া ইউনিয়নের পূর্ব সাপদী গ্রামের মো. খোরশেদ আলম খান, ফরিদগঞ্জ গোবিন্দপুর গ্রামের আসমা বেগম, চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামের একজন ও মতলব উত্তর উপজেলার একজন বাসিন্দা।

Loading

শেয়ার করুন: