কোস্টগার্ডের অভিযানে ১৮মণ জাটকাসহ ৯ বালুর বাল্কহেড জব্দ

নিজস্ব প্রতিবেদক॥
১৯ ফেব্রুয়ারি চাঁদপুরে কোস্টগার্ডের সহযোগিতায় প্রায় ১৬মণ জাটকা ও ৯টি বালুর জাহাজ (বাল্কহেড) আটক করা হয়। আটককৃত ১৮ মণ জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
আটককৃত বাল্কহেডের বৈধ কাগজপত্র না থাকায় ও নিয়ম না মেনে রাতের বেলা চলাচল করায় মোবাইল কোর্ট পরিচালনা করে নৌযান মালিকদেরকে ৯টি মামলায় মোট ৩ লাখ ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) চাঁদপুর সদর মুহাম্মদ হেলাল চৌধুরী।
এদিকে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের মিডিয়া উইং জাহিদ হোসেন জানান, শুক্রবার গভীর রাতে মেঘনা নদীর রাজরাজেশ^র এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ডের টহল টিম যাত্রীবাহী একটি স্টিল বডি ট্রলারে থেকে প্রায় ১৮মণ জাটকা জব্দ করা হয়।
এছাড়া ভােররাতে ডাকাতিয়া নদীতে অভিযান পরিচালনা করে মেঘনা নদীতে বালু বহন করতে যাওয়ার সময় বাল্কহেডগুলো আটক করা হয়েছে।

Loading

শেয়ার করুন: