চট্রগ্রামে নোয়াখালীর সাথে চাঁদপুর ফুটবল দলের জয়লাভ

চট্রগ্রামে মুজিববর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুনামেন্ট – ২০২০ এর প্রথম খেলায় জয় পেয়েছে চাঁদপুর জেলা ফুটবল দল।
ফ্লাইট লাইটে এই প্রথম বারের মতো বিভাগীয় পর্যায়ের খেলায় সুযোগ পেলে চাঁদপুরের ফুটবলাররা।চাঁদপুর জেলা দল টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পায়।

শনিবার (৫ডিসেম্বর)বিকেল সাড়ে ৪ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের খেলায় অংশ নেয় নোয়াখালী ও চাঁদপুর জেলা ফুটবল দল।

চট্টগ্রামের জেলার দলগুলো’র মধ্যে ১০ টি জেলা ফুটবল দল অংশ নেয়। চাঁদপুর জেলা ফুটবল দল নোয়াখালীর সাথে জয়ী হওয়ায় তারা আগামী ৭ ডিসেম্বরের খেলায় সুযোগ পেয়েছে। ওইদিন চাঁদপুর খেলবে কক্্রবাজারের সাথে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক শাহির পাটওয়ারী জানান,ছেলেরা মোটামুটি ভালই খেলছে। আমাদের প্রতিপক্ষ দল নোয়াখালী ফুটবল দলটিও অনেক শক্তিশালী ছিলো। আশা করি সোমবারের খেলায় জেলার ফুটবল দলের খেলোয়াড়রা তাদের নৈপূনের মাধ্যমে জয়ী হয়ে পরবতীতে যেনো খেলতে পারে এজন্য সকলের দোয়া ও আর্শিবাদ প্রাথনা করছি।

জেলা ফুটবল দলের টিম ম্যানেজার ও সাবেক ফুটবলার মহসিন পাটওয়ারী মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, জেলা দল খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মাথায় খেলোয়াড়দের ভূলের কারনে ১ টি গোল হজম করতে হয়। খেলার প্রথমার্ধ ১-০ গোলে শেষ হয়।

খেলার দ্বিতীয়ার্ধ নোয়াখালী দলের খেলোয়াড়রা গোলের সংখ্যা বাড়ানোর জন্য চেষ্টা করেন। চাঁদপুরের রক্ষনভাগ শক্তিশালী হওয়ার কারনে তারা গোল দেয়ার সেই সুযোগ পায়নি। খেলা শেষ হওয়ার ১ মিনিট আগে চাঁদপুরের ফুটবলার শামিমের চমৎকার নৈপূনে নোয়াখালীর গোলপোষ্টে গোল করলে খেলার ফলাফল ১ – ১ গিয়ে দাড়াঁয়।

জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সূত্রে আরো জানা যায় যে, খেলার নিধারিত সময় শেষ হওয়ার সাথে সাথে খেলা পরিচালনাকারী রেফারী দু’দলকে টাইব্রেকারের আমন্ত্রন জানায়। ম্যাচের সেরা ফুটবলার হিসেবে ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নিবাচিত হন চাঁদপুরের ফুটবলার শামিম।

Loading

শেয়ার করুন: