চাঁদপুরে ইএএলজি প্রকল্পের পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে কার্যকর ও জাবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)”প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও ইএএলজি প্রকল্পের ষন্মাসিক পর্যালোচনা সভা জেলা প্রশাসনের আয়োজনে ২৩ সেপ্টেম্বর সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতির বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এসময় তিনি বলেন, সকলকে সুন্দরভাবে ইএএলজি প্রকল্প বাস্তবায়ন করতে হবে। স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে জনকল্যাণমূলক কাজগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এজন্য সবাইকে কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরাই এই স্থানীয় সরকার কার্যক্রম এগিয়ে নেবেন।

তিনি আরো বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে ইএএলজি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারি বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে। তথ্য অবহিত করার ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

ইএএলজি”প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর নুরউদ্দিন মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেন , ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর রিয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ ।

সভায় ইএএলজি প্রকল্পভুক্ত চাঁদপুর জেলার ৩০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব অংশগ্রহণ করেন।

Loading

শেয়ার করুন: