চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ৩৫ জেলে আটক

 

নিজস্ব প্রতিনিধি ॥

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা- ইলিশ নিধনের দায়ে চাঁদপুরে ৩৫ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ ৭টি জেলে নৌকা জব্দ করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মা-ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালানো হয়। আজ রাত ১২টা থেকে বিকেল সাড়ে ৫ টায় পর্যন্ত পদ্মা-মেঘনা নদীতে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষ্মীচর, চিরারচর, আনন্দবাজার, ইব্রাহিমপুর, লক্ষ্মীপুর, হানাচর, মিনি কক্সবাজার, সফরমালিসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫জন জেলেকে আটক করা হয়। এসময় ৭টি জেলে নৌকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন ।

 

Loading

শেয়ার করুন: