চাঁদপুরে ঈদ ফেরত কর্মমুখী মানুষের ঢলে

মেঘনাবার্তা রিপোর্ট:

ঈদুল আযহা শেষে ঘরমুখো মানুষের ঢল নেমেছে চাঁদপুর লঞ্চ টার্মিনালে। মানুষের ভিড়ে লঞ্চ ঘাটে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।

লঞ্চ গুলিতে জীবাণুনাশক স্প্রে থাকলেও প্রচণ্ড চাপে যাত্রীদের জীবাণুমুক্ত করে লঞ্চে প্রবেশ করাতে পারছে না । যাত্রীরা কে কার আগে লঞ্চে উঠবে তা নিয়ে হুড়োহুড়ি করছে। অধিকাংশ যাত্রীদের মুখে দেখা যায়নি মাস্ক।
এমন পরিস্থিতিতে মনে হচ্ছে করোনা ভাইরাস যেন দেশ থেকে উধাও হয়ে গেছে ।

সোমবার ঈদের তৃতীয় দিনে লঞ্চগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা থাকলেও যাত্রীসাধারণের চাপে কঠোর নিরাপত্তার মধ্য তা মানা যাচ্ছে না। ছিল না অনেক যাত্রীর মাঝে সামাজিক দূরুত্ব মেনে চলার প্রবণতা।

যাত্রী নিরাপত্তা নিশ্চিতের জন্য চাঁদপুর লঞ্চ ঘাটে বিআইডব্লিউটি এ, জেলা প্রশাসন, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও বন্দর সমন্বয় কমিটি, আনসার সদস্য নিয়োজিত থাকলেও যাত্রীদের চাপ সামলাতে তারা ছিল অনেকটা অসহায়।

সোমবার চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ১৩টি লঞ্চ। প্রতিটি লঞ্চ ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি না মেনে ঘাট ত্যাগ করে। যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খায় আইনশৃঙ্খলা বাহিনী। তারা লঞ্চঘাটে থাকলেও ছিল নিরুপায়।

এছাড়া অতিরিক্ত যাত্রী নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা থেকে চাঁদপুরে ১০ টি লঞ্চ আসে।

Loading

শেয়ার করুন: