চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ৭১৩, মৃত্যু অর্ধশত

আনোয়ারুল হক:

চাঁদপুর জেলায় আরও ৪৪ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। নতুন ৪৪জনসহ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৩জন। এই পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫০জন। সুস্থ্য হয়েছেন ১৮৪জন।

শুক্রবার (২৬ জুন) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ১৯৯টি। এর মধ্যে পজিটিভ রিপোর্ট ৪৪টি, নেগেটিভ রিপোর্ট ১৫৫টি। পজিটিভ রিপোর্টের মধ্যে ১জন মৃত রয়েছেন। তিনি হলেন মতলব উত্তর উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল বারেক বয়স (৫৬)।

আক্রান্ত ৪৪ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৮জন, শাহরাস্তি ৬জন, কচুয়া ১জন, ফরিদগঞ্জ ৭জন, মতলব উত্তরে ৫জন ও হাইমচরে ৭জন।

জেলায় ৭৩১জন আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ২৮৭জন, হাইমচরে ৪৭জন, মতলব উত্তরে ৪১জন, মতলব দক্ষিণে ৭৪জন, ফরিদগঞ্জে ৭২জন, হাজীগঞ্জে ৬৮জন, কচুয়া ৩১জন ও শাহরাস্তি উপজেলায় ৯৩জন।

এই পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত মৃত্যুবরণ করেছেন ৫০ জন (চাঁদপুর সদরে ১৩জন, ফরিদগঞ্জে ৬জন, হাজীগঞ্জে ১৪জন, শাহরাস্তি ৪জন, কুচয়ায় ৫জন, মতলব উত্তরে ৬জন ও মতলব দক্ষিন উপজেলায় ২জন)।

Loading

শেয়ার করুন: