চাঁদপুরে করোনায় দুই দিনে ৫জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থা ও ঢাকা নেয়ার পথে ৫ জনের মৃত্যু হয়েছে। জেনারেল হাসপাতালের করোনাবিষয়ক ফোকাল পারসন ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুজাউদ্দৌলা রুবেল নারীসহ ওই ৫জনের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রবিবার হাসপাতাল সূত্রে জানা গেছে,চাঁদপুর শহরের মাদ্রাসা রোর্ডের বাসিন্দা সিরাজুল ইসলাম(৬৩) ,মৈশাদী ইউনিয়নের মজিবুর রহমান(৬৫) , হাজীগঞ্জের প্রতাপপুর এলাকার মোতাহার হোসেন(৭০), কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী আবদুল মতিন (৫০)ও সদরের তরপুরচন্ডীর আনোয়ারা (৮০)।

সূত্রে আরো জানাযায় সিরাজুল ইসলাম(৬৩) গতকাল রোববার দুপুরে ঢাকা নেয়ার পথে মৃত্যুবরন করেন। মজিবুর রহমান শনিবার আইসোলেশন ইউনিটে মৃত্যুবরন করেন। মাতাহার হোসেন ঢাকা নেয়ার পথে মৃত্যুবরন করেন, মতিন শনিবার রাতে ঢাকা নেয়ার পথে মৃত্যুবরন করেন,আনোয়ারা বেগম চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরন করেন।

মৃত ব্যক্তিরা ৩১মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে হাসপাতালে ভর্তি হয়।

Loading

শেয়ার করুন: