চাঁদপুরে ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের সমাবেশ ও স্মারক লিপি পেশ

নিজস্ব প্রতিবেদক :

উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ,ফসলের লাভজনক দাম নিশ্চিত করাসহ ১৫ দফা বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন,চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ ও ডিসির মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত হয়েছে।১জুন ২০২২,বুধবার দুপুরে শহরের মিছিল করে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানের পূর্বে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল।

তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের ৯৫ ভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষই শ্রমিক কৃষক, ক্ষেত মজুর, দিন মজুর। অতছ গ্রাম শহরের দরিদ্র মানুষের কোন স্বার্থ দেখে না শাসকগোষ্ঠী। অতএব হুঁশিয়ারি দিয়ে বলতে চাই,চলমান গণবিরোধী নীতি পরিবর্তন করতে হবে। তাই উন্নয়ন বাজেটে ৪০ ভাগ টাকা কৃষিখাতে বরাদ্ধ করে কৃষক ক্ষেতমজুরদের ন্যায় সঙ্গত দাবী বাস্তবায়ন করতে হবে। নচেৎ সেই দিন আর বেশি দূরে নয় ১২ কোটি কৃষক আর শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে তারা তাদের অধিকার আদায় করতে ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলবে।

এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: