চাঁদপুরে খাল ভরাট ॥ পরিবেশ অধিদপ্তরের চাপে পুন:খনন

নিজস্ব প্রতিবেদক॥

চাঁদপুরে সরকারি খাল ভরাট করার অভিযোগে খাল পুন:খননের নির্দেশ দিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর।চাঁদপুর কার্যালয়ের সহকারি পরিচালক নাজিম হোসেন শেখের তদারকিতে বর্তমানে দখলকারীরা খালটি পুন:খননের কাজ চলছে।

পরিবেশ অধিদপ্তর জানায়, চাঁদপুর সদর উপজেলার সাবেক ২৬ হাল ৪৪ নং তরপুরচন্ডী মৌজার ১নং খাস খতিয়ানভূক্ত ৬০৮ দাগের খাল তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় ভূমিদস্যু সিরাজুল ইসলাম সিরু মিজি,বিষ্ণুদী এলাকার চান মিয়া মাঝি(চান্দু মাঝি) এবং তরপুরচন্ডীর ইয়াসিন বেপারী,বিষ্ণুদী এলাকার মনির হোসেন খন্দকারের ড্রেজার দিয়ে আনন্দ বাজার এলাকায় রাজ্জাক মেস্ত্রীর বাড়ীর প্রাঙ্গনে সরকারি ওই খালটি ভরাট করে ছিল।

পরে তাদের বিরুদ্ধে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর একটি নোটিশ প্রদান করলে অভিযুক্তরা খালের ভরাট অংশ আগের অবস্থায় ফেরাবার লিখিত অঙ্গীকার করে।

ফলে তারা খালের ভরাট অংশ আগের অবস্থায় ফিরিয়ে আনতে ৪০জন শ্রমিক দিয়ে কাজ করাচ্ছে।ইতিমধ্যে খালটির ভরাট অংশের প্রায় ৮৫ থেকে ৯০ভাগ মাটি কাটার কাজ শেষ হয়েছে।

Loading

শেয়ার করুন: