চাঁদপুরে জাতীয় পাট দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক॥

সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ এই শ্লোগানে চাঁদপুর পালিত হচ্ছে জাতীয় পাট দিবস-২০২২। পাট দিবস উপলক্ষে রোববার (৬ মার্চ) সকালে এক র‌্যালী বণার্ঢ্য চাঁদপুর শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:ইমতিয়াজ হোসেন বলেন, এক সময়ের প্রধান অর্থকরী ফসল পাট এখনও দেশের ২য় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। শুধু তাই নয়, বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ায় সোনালি আঁশ ।

তিনি আরো বলেন, সোনালী আঁশ পাট গত কয়েক বছর ব্যবহার খুবই কম ছিলো আধুনিক সভ্যতায়, বর্তমানে পাটের উপর চাহিদা বেড়েছে, আগে পাটের উপর নির্ভরশীল থাকায় পাটকে সোনালী আঁশ নাম দেয়া হয়েছে। বর্তমান সময়ে পাট ব্যবহার ও পাটকে সমৃদ্ধ করতে পাট চাষীদের ব্যাপক সহযোগিতা করে আসছে, আগামীতেও তা অব্যাহত থাকবে। দেশ স্বাধীনতার পর পাটকল গুলোতে বড় বড় অফিসাররা কর্মরত ছিলেন, এসব অফিসারদের দেখতে বিভিন্ন এলাকা জেলা উপজেলা থেকে লোক আসতো, তখন পাটের চাহিদা ছিলো ব্যাপক।

চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিেিজর পরিচালক শ্রী গোপাল সাহা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পাট অধিদপ্তরের মূর্খ পরিদর্শক মো:সাইফুল আলম।এসময় উপস্থিত জেলা পাট ব্যবসায়ী, পাট সমিতির নেতৃবৃন্দ।

Loading

শেয়ার করুন: