চাঁদপুরে জাতীয় পার্টি ও স্বেচ্ছাসেবক পার্টির ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর জেলা জাতীয় পার্টি ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শহরের বিপনীবাগস্থ পার্টি হাউজে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি।

তিনি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ চাঁদপুরে অঙ্গীকার স্থাপন করে। দীর্ঘদিন সেই অঙ্গীকার অযত্নে-অবহেলায় নষ্টা হয়ে যায়। চাঁদপুরের জেলা প্রশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের নাম অযত্নে ফেলে রেখে, তার নিজের নামের ফলক স্থাপন করে। এতে আমরা মনে করি সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদকে অসম্মান করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমরা হুশিয়ারী করে বলতে চাই, জেলা প্রশাসক দ্রুত সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ফলক সংস্কার না করলে চাঁদপুরে জাতীয় পার্টি রাজপথে নামতে বাধ্য হবে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য অ্যাড. মোহাম্মদ মহসীন খান।

চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খানের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি আজিজুর রহমান শামীম, জেলা জাতীয় পার্টির সদস্য শাহাজাহান মাতাব্বর, দেলোয়ার হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক অ্যাড. জিসান আহমেদ রিপন, সদস্য সচিব মো. কামরুল ইসলাম, জেলা ছাত্রসমাজের সদস্য সচিব অ্যাড. আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম-আহ্বায়ক মো. সাগর মিয়া, জাপা নেতা জামাল পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা যুব সংহতির সদস্য সচিব মো. হারুন গাজী, যুগ্ম-আহ্বায়ক শাহালম গাজী, সদস্য হাফেজ ঢালী, ১৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাজাহান শাজু, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরু ছৈয়াল, সহ-সভাপতি আলী মুন্সি, সদস্য জামাল দেওয়ান, যুব সংহতি নেতা জয়নাল মিয়া, খলিল সরকার, সদস্য কালু হাওলাদার, সুমন দেওয়ান, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. মিজান গাজী, ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আল আমিন, ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা সাজু গাজী, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নূরুজ্জামান কালু, আশিকাটি ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মনির মাল, পুরাণবাজার কলেজ ছাত্রসমাজ নেতা খোরশেদ আলমসহ জেলা, পৌর, সদর জাতীয় পার্টি, যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, ছাত্র সমাজ, সদর ও পৌর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদের খতিব মাও. নিজামা উদ্দিন।

Loading

শেয়ার করুন: