চাঁদপুরে প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

প্যানেলের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দাবিতে সারাদেশে ন্যায় চাঁদপুরে মানববন্ধন করেন প্যানেল প্রত্যাশীরা। ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার সকল এনটিআরসিএ নিবন্ধনধারী শিক্ষকরা অংশ গ্রহন করেন।

এসময় বক্তব্য রাখেন প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক শামসুদ্দিন, যুগ্ন-আহবায়ক আশিক দেবনাথ, বিভাগীয় সম্পাদক শফিকুল ইসলাম, বিভাগীয়সহ অর্থ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মুজিব শতবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শূন্যপদ পূরণ করতে হলে প্যানেল নিয়োগ ছাড়া বিকল্প নেই। কেননা এনটিআরসিএ এখন পর্যন্ত তিনটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে লক্ষাধিক শিক্ষক নিয়োগের কথা বলেছে। তবে এর মধ্যে অধিকাংশই ইনডেক্সধারী। এর ফলে শিক্ষক সংকট লেগেই থাকছে। প্রতিবার যখন গণবিজ্ঞপ্তি হয় তখন এটি বদলি বিজ্ঞপ্তি হিসেবেই গণনা করেন নিবন্ধনধারীরা। এর ফলে একদিকে যেমন শিক্ষক সংকট তৈরি হচ্ছে অন্যদিকে নিবন্ধনধারীরা হতাশায় ভুগছেন।

তারা আরো বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে। তবে এর মধ্যে মাত্র ১৪ হাজার প্রার্থী প্রকৃত পক্ষে নিয়োগ পেয়েছেন। আর বাকিরা সবাই ইনডেক্সধারী। তারা এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানে বদলির আবেদন করেছেন। সবগুলো পদ যদি ইনডেক্সধারীদের বিপরীতে পূরণ হয় তাহলে নতুন বা এখনো যারা নিয়োগ সুপারিশ পায়নি তারা কখনোই চাকরি পাবে না।

Loading

শেয়ার করুন: