চাঁদপুরে বঙ্গবন্ধু বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চারদল সেমিফাইনালে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, চাঁদপুর সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ফুটবল টুর্নামেন্টে চারদল সেমিফাইনাল উঠেছে। শনিবার সকাল ১০টায় থেকে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আট দলের কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হয়।

এতে চারদলকে পরাস্ত করে চারদল সেমিফাইনালে উঠে আসে। সকাল ১০ টায় আশিকাটি বনাম বালিয়া ইউনিয়নের খেলা হয়, খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পরায়, শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকার, টাইব্রেকারে হানারচরকে হারিয়ে তরপুচন্ডী বিজয় লাভ করে। পরের ম্যাসে কল্যানপুর বনাম চান্দ্রা ইউনিয়নের মধ্যকার খেলা একই ভ্যানুতে খেলা হয়। খেলায় চান্দ্রা ইউনিয়নের জালে কল্যানপুর ইউনিয়ন ৪টি গোল দেয়। ফলে চার শূণ্যে গোলে বিজয়ী হয়ে কল্যানপুর ইউনিয়নের সেমিফাইনাল নিশ্চিত হয়। বিকাল ৪ টায় একই ভ্যানুতে দিনের শেষ চারটি দলের খেলা হয়।

খেলায় হানারচর ইউনিয়ন বনাম তরপুচন্ডী ইউনিয়নের মধ্য টানটান উত্তেজনামূলক খেলা হয়। খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পরায়, শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকার, টাইব্রেকারে হানারচরকে হারিয়ে তরপুচন্ডী বিজয় লাভ করে। বিকাল ৫টার দিনের শেষ ম্যাসে শাহমাহমুদপুর বনাম লক্ষিপুর ইউনিয়নের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

যোগ বিয়োগের সমীকরণের ম্যাসে শাহমাহমুদপুরকে হারিয়ে লক্ষিপুর মডেল ইউনিয়ন সেমিফাইনাল নিশ্চিত করেন। ফলে বালিয়া, কল্যানপুর, তরপুচন্ডী ও লক্ষিপুর মডেল ইউনিয়ন সেমিফাইনালে উঠে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, কল্যাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, তরপুচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, উপজেলা পরিষদের সিএ মোঃ দিদার হোসেন, নির্বাহী কর্মকর্তার সিএ সাইফুল আলম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ্র, চাঁদপুর জেলা বাপসার সভাপতি সুলতান মাহমুদ, তরপুচন্ডী ইউপি সচিব তাসলিমা বেগম, বাগাদী ইউপি সচিব মহিবুল আহসান নিপু,শাহমাহমুদপুর ইউপি সচিব ফজলুল হক,বালিয়া ইউপি সচিব মুনসুর আহমেদ, কল্যানপুর জসিম উদ্দিন রনি, সহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড সদস্য, সমর্থক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন

। খেলা পরিচালনা করেন ক্রীড়া সংস্থার ওহায়েদুর রহমান লাভু। ক্যাপশানঃ চাঁদপুরে বঙ্গবন্ধু বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়ারদের সাথে অতিথিবৃন্দ।

Loading

শেয়ার করুন: