
নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরের মেঘনা নদীতে বজ্রপাতে তরমুজ বোঝাই ট্রলারে থাকা নুরুল ইসলাম শেখ (৪৫)নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বড় স্টেশন মূলহেড এলাকার মেঘনা নদীতে ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম শেখ মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার মান্দা গ্রামের মৃত খলিল শেখের পুত্র।
স্থানীরা জানান, দুপুরের দিকে মুন্সিগঞ্জ থেকে তরমুজ বোঝাই একটি ট্রলারে করে অন্যান্য শ্রমিকদের সঙ্গে চাঁদপুরের উদ্দেশে রওনা দেন নুরুল। ট্রলারটি চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় এলে ডাকাতিয়া (শাখা নদীতে) নদীতে প্রবেশের আগ মুহূর্তে বৃষ্টি শুরু হয়। এ সময় ট্রলারে বজ্রপাতে আহত হয়। পরে চাঁদপুর সদর হাসপাতালের নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশে ওসি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন,ওই শ্রমিকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।