চাঁদপুরে ভ্রাম্যমান আদালতে দুই মাদককারবারির কারাদন্ড

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে মাদকসহ আটক মো.বাবুল কাজী (৩৬) ও মো. জাহিদুল ইসলাম জুয়েল(৩৫)কে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ৫শ’ও ৪শ’টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর কর্তৃক আয়োজিত চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার এর নেতৃত্বে দুপুর ১টা হতে ২টা ২০ মিনিট পর্র্যন্ত চাঁদপুর শহরের ৫নং রেলওয়ে ঘাট মাদকপ্রবন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ বাবুল কাজী, পিতা- আব্দুল লতিফ কাজী, মোঃ জাহিদুল ইসলাম জুয়েল ,পিতা- মৃত দেলোয়ার হোসেন কাজীকে যথাক্রমে ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতে গ্রেফতারকৃত মাদক কারবারীদের দু’টি মামলা রুজু করে যথাক্রমে ৩মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ ও ৪০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

Loading

শেয়ার করুন: