চাঁদপুরে ভ্রাম্যমান আদালতে ১২৩ মামলায় ৮২ হাজার টাকা জরিমানা

বিধিনিষেধের এক সপ্তাহের লকডাউনের ৬ষ্ঠ দিনে স্বাস্থবিধি লঙ্ঘন ও সড়ক পরিবহন আইনে জেলা সদর ও ৭ উপজেলায় ১২৩ মামলায় ৮২ হাজার ৩৫০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (০৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউএনও,সহকারী কমিশনার (ভূমি) ও চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এসব পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। রাতে চাঁদপুর জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য নিশ্চিত হয়।

এদিকে সকাল ৭ টা হতে দুপুরে ১২ টা পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে স্বাস্থ্যবিধি লঙ্ঘন,সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৮ মামলায় ৪ হাজার ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে উদ্বুদ্ধ করা হয়। মোবাইল কোর্টটি পরিচালিত হয়েছে শহরের মহামায়া, বাবুরহাট, ওয়ারল্যাস মোড়, কালীবাড়ি, পালবাজার, পুরানবাজার ব্রিজ ও মোলহেড এলাকায়।

Loading

শেয়ার করুন: