চাঁদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

আনোয়ারুল হক:

চাঁদপুর জেলা সদরসহ ৮ উপজেলায় স্বাস্থ বিধি মেনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবসের সংক্ষিপ্ত কর্মসূচি পালিত হয়েছে। মুক্তিযদ্ধে শহীদদের স্মরণে বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শহরের অঙ্গীকার পাদদেশে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয় ।

প্রথম প্রহরেই শহরের অঙ্গীকার পাদদেশে উপস্থিত হতে থাকে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। পর্যায়ক্রমে সকলের পুষ্পাঞ্জলিতে ভরে উঠে অঙ্গীকার পাদদেশ। ওই সময় বিজয়ের উৎসব ও আমেজ পরিলক্ষিত হয়।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমেই পস্পস্তবক অর্পণ করেন চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষে ডিসি মো. মাজেদুর রহমান খান, পুলিশ প্রশাসনের পক্ষে (এসপি) মো.মাহবুবুর রহমান, চাঁপুর জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার পক্ষে মেয়র মো.জিল্লুর রহমান।

পর্যায়ক্রমে পষ্পস্তবক অর্পণ করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষে নেতৃবৃন্দ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, চাঁদপুর পৌর আওয়ামী লীগ, চাঁদপুর সদর থানা আওয়ামী লীগ, চাঁদপুর সদর উপজেলা যুবলীগ, চাঁদপুর সদর থানা যুবলীগ, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগ, চাঁদপুর জেলা রিক্সা শ্রমিকলীগ, চাঁদপুর জেলা কৃষকলীগ, উপজেলা কৃষক লীগ, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ, চাঁদপুর সদর, ৮নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগ, মহিলা যুবলীগ চাঁদপুর জেলা, জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন চাঁদপুর জেলা শাখা, চাঁদপুর পৌর জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতী চাঁদপুর জেলা, জাকের পার্টি চাঁদপুর জেলা দক্ষিণ, গণ ফোরাম চাঁদপুর জেলা পরিষদ, বাসদ চাঁদপুর জেলা, স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদমুখ, কিউআরসি চাঁদপুর, বাংলাদেশ কমিউনিস্টপার্টি চাঁদপুর জেলা সংসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সংসদ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ১৫০ মে. বিদ্যুৎ কেন্দ্র শাখা, চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিম, বিআইডাব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, সুজিত রায় নন্দীর পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ, জাতীয় সামাজতান্ত্রিক দল জাসদ চাঁদপুর জেলা, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ চাঁদপুর, মহিলা পরিষদ চাঁদপুর জেলা শাখা, ডিফেন্স এক্স সোলজার ওয়েলফেয়ার এসোসিয়েশন চাঁদপুর জেলা, এডাব চাঁদপুর জেলা, চাঁদপুর চাইনিজ মালিক সমিতি, চাঁদপুর জেলা মটর ইউনিয়ন, আব্দুর রব স্মৃতি সংসদ চাঁদপুর, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি, চাঁদপুর জেলা, বাংলাদেশ তরিকত ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখা, চাঁদপুর প্রেসক্লাব, শিল্পকলা একাডেমী, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চাঁদপুর জেলা, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠন, শিল্প চড়া, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, সরকারি আইন কর্মকর্তাবৃন্দ।

সরকারি দপ্তরগুলোর মধ্যে পর্যায়ক্রমে পষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর সদর উপজেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর, জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তর, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২,রেজিষ্ট্রেশন বিভাগ চাঁদপুর,বিটিসিএল চাঁদপুর, চাঁদপুর সড়ক বিভাগ, চাঁদপুর ১৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর, মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট চাঁদপুর, মৎস্য অধিপ্তর চাঁদপুর, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর চাঁদপুর, বিআইডাব্লিউটিএ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চাঁদপুর উপকেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর, চাঁদপুর, অগ্রনী ব্যাংক লিমিটেড চাঁদপুর অঞ্চল, চাঁদপুর, চাঁদপুর জেলা শিক্ষা অফিস,চাঁদপুর জেলা খাদ্য বিভাগ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চাঁদপুর, বিসিক চাঁদপুর, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, বিএমএ চাঁদপুর, স্বাচিপ চাঁদপুর, নার্সিং কর্মকর্তাবৃন্দ, সাহিত্য একাডেমী চাঁদপুর, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা,অনলাইন সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলা, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখা, চাঁদপুর সদর (পারিয়া),বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর।

শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পর্যায়ক্রমে পষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরান বাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আক্কাছ আলী রেলওয়ে একাডেমি চাঁদপুর, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গনি মডেল উচ্চ বিদ্যালয়, পুরান বাজার মধুসুদন উচ্চ বিদ্যালয়, ডিএন উচ্চ বিদ্যালয়।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ৮টায় চাঁদপুর সার্কিট প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর জাতির শ্রেষ্ঠ সস্তান ও বীর মুক্তিযোদ্ধাদের বাড়ীতে রাড়ীতে উপহার সামগ্রী প্রেরণ করা হয়। বেলা ১১টায় অনলাইনে জুম মিটিং অ্যাপের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন ” শীর্ষক আলোচনাসভা করা হয় ।১২টায় জেলা শিশু একাডেমিতে শিশুদের চিত্রাংকন, রচনা ,আবৃত্তি,দেশাতœবোধক গান ও লোক সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।

দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, জেলা কারাগার, সরকারি শিশু পরিবারের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বাদ জোহর মসজিদে ও সুবিধাজনক সময়ে অন্যান্য উপসানালয়ে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে প্রার্থনা করা হয়। ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

দিবস উপলক্ষ্যে জেলা সদর ছাড়াও উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ পেশাজীবী সংগঠনগুলো উপজেলায় আয়োজিত মহান বিজয় দিবসের কর্মসূচি পালন করেন।

Loading

শেয়ার করুন: