চাঁদপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট,ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ আগস্ট বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভারশুরুতেই প্রদীপ প্রজ্জলন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান বলেন,৫ হাজার বছর পূর্বে এক মহা মানব পৃথিবীতে আর্বিভূত হয়েছিলো। মহা মানবরা যুগে যুগে সমাজের অন্ধকার দূরীকরনে এ বর্ম্মান্ডে এসেছিলো। আসুন আমরা সবাই এ মহা মানবের জন্মদিনে সমাজের অন্যায়,অত্যাচার ও অন্ধকার দূর করতে এগিয়ে আসি।

হিন্দু ধর্মীয় কল্যান ধর্ম বিষয়ক মন্ত্রনালয় চাঁদপুর এর ট্রাষ্টি শ্রী নির্মল পালের সভাপ্রধানে ও প্রাক প্রাথমিক গীতা শিক্ষিকা বন্যা নন্দীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শওকত ওসমান,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এড.রনজিৎ রায় চৌধুরী,চাঁদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর,হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের সহকারি পরিচালক অমিত কুমার।

সভা শেষে প্রাক প্রাথমিক ছাত্র ছাত্রীরা শ্রী কৃষ্ণের জীবনি নিয়ে গীতি নাট্য পরিবেশন করেন।

Loading

শেয়ার করুন: