চাঁদপুরে সন্ধ্যা ৬ টা থেকে ঔষধের দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখার নির্দেশ : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস সংক্রমণরোধে ৪ এপ্রিল সন্ধ্যা ৬ টা থেকে চাঁদপুর জেলার ঔষধের দোকান ব্যতীত সকল দোকান পরবর্তী নির্দেষ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে, জানিয়েছেন জেলা প্রশাসক : মো.মাজেদুর রহমান খান । তিনি তার ফেইসবুক ফেইজে এই ঘোষণা দেন।তবে, দিনের বেলা পূর্বের ঘোষণা মোতাবেক অন্যান্য দোকান খোলা থাকবে।

এর আগে শুক্রবার অপর এক পোস্টে সারা জেলায় দরিদ্র ও অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণকালে কঠোরভাবে জনসমাগম পরিহার নিশ্চিত করার জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।

একটি সূত্র থেকে জানা যায়, ঘরবন্দি অসহায় মানুষের জন্য জেলা প্রশাসন থেকে চালু হওয়া ”ত্রান যাবে বাড়ী” কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য সামগ্রী বিতরণকালে কঠোরভাবে জনসমাগম পরিহার নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন তিনি।

Loading

শেয়ার করুন: