চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৭জনকে অর্থদন্ড

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে। করোনাভাইরাস প্রতিরোধ করতে সরকারের চেষ্টাও কোনরূপ কমতি নেই। তারই ধারাবাহিকতায় করোনাভাইরাস প্রতিরোধ ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে চাঁদপুর জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে সামাজিক দূরত্ব এবং শতভাগ মাস্ক নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭ মামলায় ১৪শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সকাল থেকেই জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় সাধারণ জনগনদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে এ অভিযান চলমান রয়েছে। অভিযানে মাস্ক না পড়ায় ৬ টি মামলায় ৯শত টাকা ও সড়ক পরিবহন আইনে ১টি মামলায় ৫শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

Loading

শেয়ার করুন: