চাঁদপুরে হালকা প্রকৌশল শিল্প মালিকদের ফলোআপ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:

ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্তৃক ও ইউরোপিয়ান ইউনিয়ন সংস্থ্যার অর্থায়নে চাঁদপুরে হালকা প্রকৌশল শিল্প মালিকদের ব্যাবসা ব্যবস্থাপনা প্রশিক্ষন পরবর্তী ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের ২য় তলায় এলিট চাইনিজ রেষ্টুরেন্টে ৪০ জন শিল্প মালিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

হালকা শিল্প মালিকরা কি ভাবে ব্যাংকের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে সে বিষয়ে আলোচনা করেন পূবালী ব্যাংক লিমিটেড চাঁদপুর শাখার সিনিয়র অফিসার মোঃ আজিজুল হক। এছাড়াও ব্যবসা ব্যবস্থাপনার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর ফিল্ড টেকনিকেল অফিসার ঝোটন চন্দ্র দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর ফিল্ড টেকনিকেল অফিসার বাকী বিল্লাহ, সালেহ আহমেদ মজুমদার, সিনিয়র প্রোগ্রাম অগ্রানাইজার মোঃ শাহাদাত হোসেন।

Loading

শেয়ার করুন: