চাঁদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৯১ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৯১ জন করোনা শনাক্ত হয়েছে। ৩০ জুলাই বুধবার দু’দফা টেস্ট রিপোর্টে এ তথ্য আসে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮৬জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায় দুই দফায় সর্বোচ্চ সংখ্যক ২৪২টি রিপোর্ট আসে। এর মধ্যে ৯১টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ১৫১টি রিপোর্ট করোনা নেগেটিভ।

এর মধ্যে চাঁদপুর সদরের ৪৬জন, মতলব দক্ষিণের ৬জন, হাইমচরের ২জন, মতলব উত্তরের ৭জন, ফরিদগঞ্জের ১৪জন, হাজীগঞ্জের ৮জন ও শাহরাস্তির ৮জন। নতুন শনাক্তকৃতদের মধ্যে করোনার উপসর্গে মৃত চাঁদপুর শহরের বকুলতলা এলাকার আইনুল (৬৫) ও শাহরাস্তির ফখরুল ইসলাম (৫৬)ও রয়েছেন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৭৮৬জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭০৩জন, ফরিদগঞ্জে ২০৪জন, মতলব দক্ষিণে ১৯৭জন, শাহরাস্তিতে ১৭২জন, হাজীগঞ্জে ১৭১জন, মতলব উত্তরে ১৩৯জন, হাইমচরে ১২৭জন ও কচুয়ায় ৭৩জন।

জেলায় মোট ৭৪জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ৯জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, বুধবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৬৬৩১টি। রিপোর্ট এসেছে ৬৪৯৭টি। রিপোর্ট অপেক্ষমান ১৩৪টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৭৮৬জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১০৯৫জন। চিকিৎসাধীন আছেন ৬১৭জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৮৯জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৬৫জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৪জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০৪০৫জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৬৫৫জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৭৫০জন।

Loading

শেয়ার করুন: