চাঁদপুর ওয়ারলেস বাজারে পচা মাংস বিক্রি, ৯জনকে অর্থদন্ড

চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকায় স্বাস্থ্যবিধি না মানা, মেয়াদোত্তীর্ণ (পচা) গরুর মাংস বিক্রি, মূল্য তালিকা না টানানো, পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৯ ব্যক্তিকে ৯ মামলায় ৩ হাজার ৯শ’ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজ চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকায় স্বাস্থ্যবিধি, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূক ব্যবহার আইন, ২০১০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানা, মেয়াদোত্তীর্ণ গরুর মাংস বিক্রি, মূল্য তালিকা না টানানো, পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৯ জন ব্যক্তিকে ৯ টি মামলায় বিভিন্ন অংকে মোট ৩ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালথ পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করেন পাট পরিদর্শক মোঃ জসিমউদ্দিন এবং চাঁদপুর জেলা পুলিশের সদস্যবৃন্দ।

Loading

শেয়ার করুন: