চাঁদপুর জেলায় আরও ৭ জনোর করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলায় আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন ৭জনসহ জেলায় বর্তমানে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৭১জন। গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিলো ২০৬৪জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৭৬জন। বুধবার পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৫৭৬জন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্ট সংখ্যা ৬৭টি। এর মধ্যে পজিটিভ ৭টি এবং নেগেটিভ ৬০টি।

নতুন করে শনাক্ত ৭ জনের মধ্যে চাঁদপুর সদরে ৪জন, ফরিদগঞ্জ ১জন ও শাহরাস্তি ২জন। নেগেটিভ ৬০ জনের মধ্যে চাঁদপুর সদরে ৩১, হাজীগঞ্জ ৭, কচুয়া ৯ ও শাহরাস্তি ১৩জন।

জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত সংখ্যা ২০৭১জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৮২২, হাইমচরে ১৩৩, মতলব উত্তরে ১৭৭, মতলব দক্ষিণে ২২৭, ফরিদগঞ্জ ২৪২, হাজীগঞ্জ ১৯০, কচুয়া ৮০ ও শাহরাস্তি উপজেলায় ২০৩জন।

এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ৭৬জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২১, ফরিদগঞ্জ ১১, হাজীগঞ্জ ১৭, শাহরাস্তি ৭, কচুয়া ৬, মতলব উত্তর ১০, মতলব দক্ষিণ ৩ ও হাইমচরে ১জন।

Loading

শেয়ার করুন: