চাঁদপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে ৮শ’১৯ জন

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস সংক্রান্ত সব তথ্য এখন মাননীয় প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনার সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেল থেকে প্রেরিত ছকে দেয়া হচ্ছে। যেটি দেশের প্রত্যেক জেলার জন্যে প্রযোজ্য। চাঁদপুর জেলার তথ্যও নির্ধারিত ওই ছকে দেয়া হচ্ছে।

চাঁদপুর জেলার তথ্য দেয়ার কনসাল অথরিটি হচ্ছেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান এবং সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ। তাঁদের দুজনের স্বাক্ষরিত তথ্যের আলোকে গতকাল চাঁদপুর জেলার সর্বশেষ তথ্য হচ্ছে- এই জেলায় গতকাল পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছে ৮১৯জন। আর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে ২জন। এরা হচ্ছে মতলব উত্তর উপজেলার।

হোম কোয়ারেন্টাইনে থাকা উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ১১২ জন, হাইমচরে ২০ জন, মতলব উত্তরে ২১ জন, মতলব দক্ষিণে ১৫৩ জন, ফরিদগঞ্জে ২২০ জন, হাজীগঞ্জে ১৫৯ জন, কচুয়ায় ৭৭ জন এবং শাহরাস্তিতে ৫৭ জন।

Loading

শেয়ার করুন: