চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরে অগ্নি নির্বাপনে মহড়া ও আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি:

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, চাঁদপুরের অগ্নি নির্বাপনে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে অগ্নি দূর্ঘটনা রোধে ও অগ্নি দূর্ঘটনার সময় করণীয় বিষয়ক একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাসেদ, ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোঃ ফরিদ আহম্মেদ,সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ লিটন প্রমুখ।

আলোচনা সভা শেষে পরিবেশ অধিদপ্তর,চাঁদপুরে স্থাপিত ফায়ার এক্সটিংগুইসার ব্যবহারের বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ হতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। অফিস প্রাঙ্গনে আগুন লাগলে বা অগ্নি দূর্ঘটনায় করণীয় বিষয়ে একটি মহড়া পরিচালনা করা হয়। এসময় এ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: