চাঁদপুর জেলা পুলিশের গণহত্যা দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম প্রতিরোধ যোদ্ধাদের স্মরণে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার রাতে শহরের বাবুরহাট পুলিশ লাইনস্ ড্রিলসেডে এ উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলন করা হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ পিপিএম (বার)। তিনি বক্তব্যে ২৫ মার্চ রাতে গণহত্যায় শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কাজী মো. আবদুর রহীম, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ.ওয়াদুদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে ২৫ মার্চে নিহতদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের সভানেত্রী ডাঃ আফসানা শর্মী, এএসপি শেহরিন আলম ও জান্নাত, ডিআইও ওয়ান তোতা মিয়া, কোর্ট পুলিশ পরিদর্শক শাহ্ আলম, চাঁদপুর মডেল থানার ওসি আবদুর রশিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Loading

শেয়ার করুন: