চাঁদপুর জেলা প্রশাসনের সততা স্টোরে ব্যাপক সাড়া

মেঘনাবার্তা রিপোর্ট :

করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা পেতে মানুষ বলতে গেলে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইন তথা ঘরবন্দি হয়ে গেছে। স্বল্প আয়ের মানুষগুলোর কোনো আয় রোজগার নেই। এই মহা দুর্যোগের মুহূর্তে চাঁদপুরের জেলা প্রশাসন দৃষ্টান্ত স্থাপন করেছে।

জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের উদ্যোগে সততা স্টোর চালু করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এখানে চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। গত কয়েকদিন আগে এই কার্যক্রমটি চালু করেছেন জেলা প্রশাসক।

দেখা যাচ্ছে যে, প্রতিদিন কয়েক শ’ মানুষ এখান থেকে চাল, ডাল, আটা, লবণ, পেঁয়াজ ও তেলসহ নিত্যপণ্য ন্যায্য মূল্যে ক্রয় করে নিচ্ছে। আর যারা আসছে তারা সামাজিক দূরত্ব বজায় রাখছে।

স্বল্প আয়ের মানুষগুলো বর্তমান পরিস্থিতিতে জেলা প্রশাসকের এমন উদ্যোগে মহাখুশি। তারা এর জন্যে জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন।

Loading

শেয়ার করুন: