চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌ-রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহি লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।

তবে চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌ-রুটে চরাচলকারী ১৬টি লঞ্চের মধ্যে ১৩টিই এুুটি পূর্ন হওয়ায় মঙ্গলবার (২২মার্চ) থেকে ঘোষনা দিয়ে কর্তৃপক্ষ লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন।

এতে করে বিভিন্ন স্থান থেকে চাঁদপুর নৌ-টার্মিনালে আসা শত-শত যাত্রীরা হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা পড়েছে চরম দূর্ভোগে। যাত্রীরা লঞ্চ চলাচল বন্ধের বিষয়ে তারা কর্তৃপক্ষের এমন উদাসিনতায় মারাত্মক ক্ষোভ প্রকাশ করেন।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনার পর (২১ মার্চ) সোমবার সকাল ৬টা থেকে এই নৌ-রুটে আংশিক লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ করায় যাত্রীরা চরম দুর্ভোগে পৌহাতে হচ্ছে। আজ (২২ মার্চ) মঙ্গলবার সকালের পর চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, চাঁদপুর-নারায়ণগঞ্জের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

এ সময় নৌ-টার্মিনালে অবস্থান করে থাকা অসংখ্য যাত্রী রয়েছে। তখন অবস্থান করা যাত্রীরা জানান,তারা লঞ্চ চলাচল বন্ধ বিষয়টি জানেন না। যার ফলে তারা চরম দূর্ভোগে পড়তে হয়েছে। বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীরা লঞ্চ ঘাটে এসে ফেরত যাচ্ছেন।

চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের লঞ্চ মালিক প্রতিনিধি রুহুল আমিন হাওলাদার জানান, শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির পর থেকে হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সোমবার থেকে এ রুটের ১৬টি লঞ্চের মধ্যে নিয়মিত চলাচলকারী ১৩টি লঞ্চ চলাচল করেনি সে সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে । এতে যাত্রীর মারাত্বক সমস্যায় পড়তে হয়েছে। বিকল্প হিসেবে অনেকেই সড়ক পথে যাতায়ত করে চাঁদপুর-নারায়ণগঞ্জ যাচ্ছে।

Loading

শেয়ার করুন: