চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান করিম পাটোয়ারীর মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল করিম পাটোয়ারী মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।
শনিবার বাদ আছর পাটোয়ারি বাড়ি জামে মসজিদে মরহুমের রুহে মাগফেরাত কামনায় দোয়া, মিলাদো ও কবর জিয়ারত করা হয়েছে ।

দোয়া মিলাদ অনুষ্ঠানে মরহুমের জ্যেষ্ঠ ছেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন ,জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারী, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

মিলাদ দোয়া অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড.জহিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এইসডু পাটোয়ারী, এড.মুজিবুর রহমান ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল,এছাড়া ও প্রশাসনিক,রাজনৈতিক, সামাজিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ।

উল্লেখ্য ,মরহুম আব্দুল করিম পাটোয়ারী ২০০০ সালের এইদিনে মৃত্যুবরণ করেছেন ।

Loading

শেয়ার করুন: