চাঁদপুর পৌর এলাকার ফুটপাত উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে চাঁদপুর পৌর এলাকার ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। উচ্ছেদ অভিযানের আওতায় যত্রতত্র ভ্যান গাড়ি, মোটর সাইকেল পার্কিংও রয়েছে। এছাড়াও বিলবোর্ড অপসারণ করা হচ্ছে। ৩০ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলছে। তবে যত্রতত্র ভ্যান গাড়ি ও মোটর সাইকেল পার্কিং উচ্ছেদ কার্যক্রম সার্বক্ষণিক চলমান।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজুল ইসলামের নেতৃত্বে এ কার্যক্রমে অংশ নিচ্ছেন পৌরসভার এসেসর আসাদুজ্জামান, বাজার পরিদর্শক শাহজাহান মাঝি, লাইসেন্স পরিদর্শক মোশাররফ হোসেন, সহকারী বাজার আদায়কারী এমদাদ হোসেন মিলন,সহকারী লাইসেন্স পরিদর্শক মোঃ রফি, রফিকুল ইসলাম ও মাইনুদ্দিনসহ পৌরসভার দৈনন্দিন হাজিরার শ্রমিকরা।

উল্লেখ্য, ফুটপাতের যত্রতত্র অবৈধ দখল করে ব্যবসা, যত্রতত্র ভ্যানগাড়ি রাখা ও মোটর সাইকেল পার্কিং এর কারণে চাঁদপুর শহরের যানযট দিন দিন বাড়ছিলো। চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের এ উদ্যোগে, যানজট নিরসনে অনেকটাই ভূমিকা রাখছে।

Loading

শেয়ার করুন: