চাঁদপুর মডেল থানাসহ সরকারি প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর সদর মডেল থানার কার্যক্রমসহ সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) তিনি প্রথমে চাঁদপুর সদর মডেল থানা পরিদর্শন করেন। এ সময় তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন।

এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসানসহ থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জেলা প্রশাসক সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, বালিয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল্যাহ পাটওয়ারী, ইউপি সদস্য, ডিজিটাল সেন্টারের উদ্যোগক্তা, স্বাস্থ্য সহকারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সবশেষে জেলা প্রশাসক ইউনিয়নের ঐতিহ্যবাহী ফরক্কাবাদ সিনিয়র (আলিম) মাদ্রাসা পরিদর্শন করেন। জেলা প্রশাসক মাদ্রাসার বিভিন্ন শ্রেনী কক্ষে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলামসহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: