চাঁদপুর লঞ্চঘাটের যাত্রী ব্যবস্থাপনা পরিদর্শন যুগ্ম সচিব মনোজ কান্তি

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল আজহা পরিবারের সাথে উদযাপন করার জন্য ঢাকা থেকে লঞ্চযোগে হাজার হাজার চাঁদপুরে আসছেন। যাত্রীদের সেবা ব্যবস্থাপনার সার্বিক দিক পর্যবেক্ষণ করার জন্য ঢাকা থেকে এসেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কান্তি বড়াল।

শনিবার (১০ আগস্ট) দুপুরে তিনি চাঁদপুর লঞ্চঘাটে আসেন এবং সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। তিনি লঞ্চঘাটের ব্যবস্থাপনা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ব্যবস্থাপনায় দায়িত্বরত জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, নৌ-পুলিশ, কোস্টগার্ড, স্কাউট ও আনসার সদস্যদের সাথে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার, চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ বছর লঞ্চঘাটে যাত্রীদের সার্বিক নিরাপত্তার পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবা দেয়ার জন্য কন্ট্রোল রুমের পাশাপাশি দু’টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

Loading

শেয়ার করুন: