চাঁদপুর শহরকে রক্ষায় আরো ৪২০ কোটি টাকার প্রকল্প

গিয়াসউদ্দিন মিলন:

চাঁদপুর শহরকে নদী ভাঙন থেকে রক্ষা করতে সরকার আরো ৪২০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে।এ তথ্য নিশ্চিৎ করেছে পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা ডিভিশনের প্রধান প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের হরিসভা এলাকায় ভাঙনকবলিত স্থান পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, চাঁদপুরের তিন নদীর মোহনার গতি প্রকৃতি ও স্রোতের বৈশিষ্ট্য নিরূপণ করে একটি টেকসই প্রকল্পও হাতে নেয়া হয়েছে। এটিও বাস্তবায়ন হলে আগামীতে মেঘনার ভাঙন থেকে চাঁদপুর শহর ও তার আশপাশের এলাকা রক্ষা করা যাবে।

প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া মাত্র এসব উন্নয়নমূলক কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করা হবে।

এসময় প্রধান প্রকৌশলীর সঙ্গে ছিলেন চাঁদপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

Loading

শেয়ার করুন: