চাঁদপুর সদরে মাছের পোনা অবমুক্ত করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ এর পুকুরে ৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আনুষ্ঠানিকভাবে রুই, কাতল ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ পিপিএম (বার), চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, আবিদা সুলতানা, চাঁদপুর মৎস্য গবেষণা ইনিস্টিটিউট এর মৎস্য ও বৈজ্ঞানিক কর্মকর্তা হারুনুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি মো. ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদ, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান

Loading

শেয়ার করুন: