চাঁদপুর সরকারি কলেজে অভিভাবকদের সাথে কলেজ কর্তৃপক্ষের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:

বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় চাঁদপুর সরকারি কলেজের কনফারেন্স রুমে আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার,শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ কামরুল হাছান,পাঠোন্নয়ন কমিটির সদস্য মোঃ সেলিম হোসেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পাঠোন্নয়ন কমিটির আহবায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলী আজগর ফকির, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, উচ্চমাধ্যমিক পরীক্ষা কমিটির আহবায়ক মোহাম্মদ বেদারুল আলম, এপিএ (বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) কমিটির সদস্য মোঃ মেহেদী হাসান।

ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন।

অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ তাঁর বক্তব্যে মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সকল অভিভাবককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের সন্তানরা যাতে আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করতে পারে, সে ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

অভিভাবকগণ এমন একটি সুন্দর আয়োজনের জন্য অধ্যক্ষ,উপাধ্যক্ষসহ কলেজ পরিবারের সকলকে ধন্যবাদ জানান।

Loading

শেয়ার করুন: