চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ছাদ ধসে মা ও নবজাতক আহত

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ছাদ ধসে মাসহ নবজাতক গুরুতর আহত হয়েছে। ৩১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের তৃতীয় তলায় শিশুদের কেএমসি কর্ণারে এ দুর্ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেল মা ও নবজাতক।

আহত তাসকিয়া (২৭) চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফারাক্কাবাদ গ্রামের রায়েস সরদারের স্ত্রী। এ ঘটনায় আহত হয় সদ্য নবজাতক।

হাসপাতালের শিশু ওয়ার্ড সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ প্রসব ব্যাথা নিয়ে চাঁদপুর সরকারি হাসপাতালে তারিখ ভর্তি হন তাসকিয়া। নবজাতক জন্ম নেওয়ার পর তাদেরকে শিশু ওয়ার্ডের কেএমসি কর্ণারে আলাদা ভাবে রাখা হয়। হঠাৎ সন্ধ্যায় ওয়ার্ডের এক পাশের ছাদ ধসে মা ও নবজাতক আহত হয়। এর মধ্যে আহত তাসকিয়ার মাথায় মারাত্মক জখম হয়। তবে কেএমসি কর্ণারে অন্য রোগী না থাকায় আর কেউ আহত হয়নি। মা ও নবজাতক শঙ্কামুক্ত রয়েছে বলে জানান কর্তব্যরত নার্সরা।

Loading

শেয়ার করুন: