ছেংগারচর পৌরসভার প্রশাসকের দায়িত্বে সহকারি কমিশনার ভূমি

মনিরা আক্তার মনি:

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার প্রশাসক নিয়োগ পেলেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হেদায়েত উল্লাহ। বুধবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের পৌর শাখা-১ এর প্রজ্ঞাপনে উপ সচিব মোহাম্মদ ফারুক হোসেন সাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর দ্বারা ৮ এর সংশোধনক্রমে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন ২০২২ এর ধারা অনুযায়ী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর সংশোধনে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন ২০২২ এর ধারা অনুযায়ী সরকার পৌরসভায় প্রশাসক নিয়োগ করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার পরিষদ আইন ২০০৯ ও সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী নিয়োগকৃত পৌরসভার সার্বিক দায়িত্ব ও কর্মকান্ড পালন করিবেন।

উল্লেখ্য যে, ছেংগারচর পৌরসভা ২০২১ সালের ২০জুন ছেংগারচর পৌরসভায় নির্বাচিত মেয়র রফিকুল আলম জজ এর দায়িত্বের ৫ বছর পূর্ণ হয়। ৫ বছর পর সীমানা জটিলতা নিয়ে কয়েকটি মামলা হয়েছিল। মামলা জটিলতায় নির্ধারিত সময়ে ভোট হয়নি। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত মতে এ পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়া হলো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরকার বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৯৯৮ সালের ৫ এপ্রিল ছেংগারচর পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে। এ পৌরসভার প্রথম পৌর প্রশাসক নিযুক্ত হন মতলব উত্তর উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তৎকালীন মতলব উপজেলাধীন ছেংগারচর ইউনিয়নের সম্পূর্ণ অংশ নিয়েই ছেংগারচর পৌরসভার প্রশাসনিক এলাকা বিস্তৃত।

২০১১ সালের ৭ আগস্ট এ পৌরসভাটি ‘গ’ শ্রেণী থেকে ‘খ’ শ্রেণীতে উন্নীত হয়। পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগ কর্তৃক ২০১৭ সালের ১১ জানুয়ারী অপর এক প্রজ্ঞাপনে এ পৌরসভা কে ‘ক’ শ্রেণীতে উন্নীত করা হয়। ছেংগারচর পৌরসভার আয়তন ৩৫.৩৫ বর্গ কিলোমিটার (৮,৭৩৪ একর)।

Loading

শেয়ার করুন: