জনপ্রতিনিধিরা দায়িত্বশীলতার সাথে কাজ করবেন : নাজিম দেওয়ান

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের বিশেষ আইন শৃঙ্খলা সভা উপজেলা পরিষদে মিলনায়তনে । রোববার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সদরের প্রত্যেকটি ইউপি চেয়ারম্যানদের নিয়ে ত্রান বিতরনসহ করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া সভায় সকলের মতামতের ভিত্তিতে সরকারি ত্রান সুষ্ঠ ভাবে বন্টনের লক্ষে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ত্রাণ বিতরণে পুলিশের সাথে সমন্বয় করার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়।

সভায় সভাপ্রধানের বক্তব্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান।

এ সময় তিনি বলেন, সরকারি চাল উত্তোলনের পর উপজেলা পরিষদের গোডাউনে রাখা হয়। জনপ্রতিনিধি উত্তোলনের পর চাল কোথায় মজুদ করবেন তাও কর্তৃপক্ষকে অবহিত করা। মহিলা ভাইস চেয়ারম্যান ওনি কোন চাল আত্মসাৎ করেন নাই। তিনি আইনের চোখেও অপরাধি নন। ত্রাণ বিতরনে সবাইকে নিয়ে কাজ করা উচিত। চাল উত্তোলনের পর বিলির তারিখ নির্ধারন করে পুলিশ প্রশাসনকে জানানো। আমরা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করবেন।

তিনি আরো বলেন,এই সংকটে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে।কারণ আমরা যারা বিভিন্ন দায়িত্বে রয়েছি সকলেরই উদ্দেশ্য হলো এই বৈর্ষিক মহামারিকে মোকাবেলা করা।বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দূর্ভিক্ষছিলো ৭৪ এর দূর্ভিক্ষ।আমরা কিন্তু সেই দূর্ভিক্ষ মোকাবেলা করেছি।কাজেই সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের কাজ করতে হবে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আই্য়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা,চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচ এম আহসান উল্লাহ, চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন, ওসি তদন্ত হারুনুর রশীদ, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল,খান জাহান আলি কালু পাটওয়ারী, হযরত আলী বেপারী, কাশেম খান, আলহাজ্ব সাত্তার রাঢ়ি,শমীম খান, বিল্লাল হোসেন পাটওয়ারী,তাজুল ইসলাম মিয়াজী, সাখওয়াত হোসেন রনি পাটওয়ারী, মনিরুজ্জামান মানিক, আল মামুন পাটওয়ারী প্রমুখ।

Loading

শেয়ার করুন: