জাতির জনকের লেখা বই মতলব প্রেসক্লাবকে উপহার দিল মতলব ফাউন্ডেশন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখা “আমার দেখা নয়াচীন ও কারাগারে রোজনামচা” দুটি বই মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং মতলব ফাউন্ডেশনের সভাপতি আবুল কাশেম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন এর পক্ষ থেকে মতলব প্রেসক্লাবকে প্রদান করা হয়।

২ আগস্ট রবিবার সন্ধ্যায় মতলব প্রেসক্লাব কার্যালয়ে জাতির জনকের বই দুটি কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আমির খসরু প্রধান, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম টিটুু,বর্তমান সভাপতি (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন,সহ সভাপতি নিমাই চন্দ্র ঘোষ,সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন,সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক,দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান,কোষাধ্যক্ষ পলাশ রায়,ক্রীড়া সম্পাদক মোদাচ্ছের হোসেন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারী বলেন,আমি আশা করছি বর্তমান কমিটি সকল সাংবাদিকদের অংশগ্রহণে প্রেসক্লাবের অবকাঠামো উন্ননয়ন ও সাংবাদিকদের পেশাগত দক্ষতা অর্জনে কাজ করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করছে।

Loading

শেয়ার করুন: