জাতির পিতা বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধায় স্মরণ করলো চাঁদপুরবাসী

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় চাঁদপুরবাসীও গভীর শ্রদ্ধা নিবেদন করলো।স্মরণ করলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘাতকদের হাতে নির্মমভাবে শাহাদাতবরণকারীদের।

১৫ আগস্ট রোববার সকাল সাড়ে ৮টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নেতৃত্বে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় শোক দিবসের কর্মসূচি।

এরপর একে একে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ পিপিএম (বার)-এর নেতৃত্বে জেলা পুলিশ,জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ,চাঁদপুরের পুলিশ নৌ পুলিশ,জেলা পরিষদ,চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের নেতৃত্বে উপজেলা পরিষদ,এলডিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো:ইউনুছ বিশ্বাসের নেতৃত্বে এলজিইডি,জেলা আনসার ভিডিপি, ইকবাল হোসেন পাটোয়ারীর নেতৃত্বে চাঁদপুর প্রেসক্লাব,প্রকৌশলী মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুর, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝীর নেতৃত্বে চাঁদপুর পৌরসভা, বিআরটিএ, পানি উন্নয়ন বোর্ড, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর, জেলা শিক্ষা বিভাগ, জেলা সড়ক বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর, অ্যাডঃ আহসান হাবিব ও অ্যাডঃ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে জেলা আইনজীবী সমিতি, পিপি অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরীর নেতৃত্বে জেলার সরকারি কৌঁসুলিগণ, প্রেসক্লাবের সাবেক সভাপতি,ও সাহিত্য একাডেমীর মহাপরিচালক রোটাঃকাজী শাহাদাত পিএইচএফ নেতৃত্বে সাহিত্য একাডমী,জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে।

বৈরী আবহাওয়ার কারণে রাজনৈতিক সংগঠন গুলো বিলম্বিত করে শ্রদ্ধা নিবেদন করে। রাজনৈতিক সংগঠন গুলোর মধ্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপি’র পক্ষে বিশাল শোক মিছিল নিয়ে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভুইয়ার নেতৃত্বে আওয়ামীলীগের একটি অংশ,জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমেদের নেতৃত্বে চাঁদপুর জেলা আওয়ামীলীগের আরেক অংশ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুলের নেতৃত্বে জেলা যুবলীগ, অ্যাডঃহুমায়ূন কবির সুমনের নেতৃত্বে সদর উপজেলা যুবলীগ,কাউন্সিলর মালেক শেখের নেতৃত্বে পৌর যুবলীগ, প্যানেল মেয়র অ্যাডঃহেলাল হোসাইনের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক লীগ,সদর উপজেলা আওয়ামীলীগ,রাধা গোবিন্দ গোপের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ,অধ্যাপিকা মাসুদা নুর খানের নেতৃত্বে জেলা মহিলা আওয়ামীলীগ,কাউন্সিলর ফরিদা ইলিয়াছের নেতৃত্বে যুব মহিলা লীগ,ছাওার সিদ্দিকীর নেতৃত্বে জেলা কৃষকলীগ,জহির উদ্দিন মিজির নেতৃত্বে জেলা ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Loading

শেয়ার করুন: