জালসহ ৬ জেলে আটক

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে ১ কোটি ২ লাখ মিটার কারেন্ট জাল, একটি নৌকাসহ ৬ জেলেকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) বিকাল থেকে এঅভিযান শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। জব্দকৃত কারেন্টজালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, হরিনার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই গোলাম মোহাম্মদ নাসিম হোসেনের নেতৃত্বে লক্ষীপুর মডেল ইউনিয়নের লক্ষীপুর ঘাট থেকে ঝাটকা ইলিশ নিধনকালে বিশেষ অভিযানকালে ১ কোটি ২ লক্ষ মিটার কারেন্ট জাল ও একটি নৌকাসহ ৬ জেলে আটক করেছে হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশসদস্যগন।

অভিযান শেষে চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার কামরুজ্জামান ও মৎস্য কর্মকর্তার নির্দেশ মোতাবেক হরিনা নৌ- পুলিশ ফাঁড়ি সম্মুখের মাঠে জব্দকৃত ১ কোটি ২ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়।

এদিকে আটককৃত ৬ আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে মামলা করা হয়েছে।

Loading

শেয়ার করুন: