
স্টাফ রিপোর্টার:
২০তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলায় মতলব উত্তর উপজেলা ক্রীড়া চক্রকে ট্রাবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন চাঁদপুর সদর উপজেলা ক্রীড়াচক্র। মঙ্গলবার ১০অক্টোবর’ বিকেল ৪টায় চাঁদপুর ষ্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। উভয় দলের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ে খেলাটি গোলশূন্যই সমাপ্তি ঘটে।
পরে ট্রাইবেকারে মতলব উত্তর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন চাঁদপুর সদর উপজেলা। উভয় দলেই বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করেন। এসময় আন্তঃ উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত ফাইনাল খেলায় চাঁদপুর সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ উপজেলা দলের হাতে ট্রফি তুলে অনুষ্ঠানের প্রধান অতিথি।
জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে ও সুদীপ্ত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভাইস-চেয়ারম্যান তসলিমসহ, জেলা ক্রীড়া কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।