ডাকাতির প্রস্তুতিকালে চার গরু চোর আটক

মোশারফ হোসেন:

ডাকাতি এবং গরু চুরির প্রস্তুতিকালে গরু চোর চক্রের ৪ দস্যুকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুদিয়া হাজী বাড়ির আনোয়ার হোসেনের ছেলে খাজা আহম্মেদ, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের বাটনী খোলা গ্রামের মসজিদ বাড়ির মৃত নুরুর আমিনের ছেলে মো. কামাল হোসেন, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার তারচর লাল মিয়া বাড়ির মৃত আব্দুল আউয়ালের ছেলে নজরুল ইসলাম, একই জেলার বি—বাড়িয়া উপজেলার পূর্ব পুংকারা মিন্নত আলী অজি বাড়ির মো. লফিতের ছেলে জহির।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে সন্দেহজনকভাবে কাভার্ড ভ্যানটিকে তাড়া করে হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে আটক করে এসআই আ. রবের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম। পরে গাড়ীতে তল্লাশি চালিয়ে ডাকাতির সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ২০। শনিবার বিকেলে আটক ডাকাত সদস্যদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, দীর্ঘ দিন ধরে তারা এ কাভার্ড ভ্যানটি দিয়ে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় ডাকাতি করে আসছিলো।

সাধারণত গরু ও বিলের মধ্যে একা বাড়ী পেলে, সেই বাড়ীতে তারা ডাকাতি করতো। আটক ডাকাত সদস্য প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও দূর্ধর্ষ চুরির কমপক্ষে ৮/১০টি করে মামলা রয়েছে।

Loading

শেয়ার করুন: