ডায়াবেটিস দিবসে চাঁদপুরে রোড শো

নিজস্ব প্রতিবেদক:

‘ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই’ এ বছর এমন প্রতিপাদ্য নিয়ে চাঁদপুর ডায়াবেটিস হাসপাতাল বিশ^ ডায়াবেটিস দিবসে রোড শো আয়োজন করে। গতকাল শনিবার ১৪ নভেম্বর চাঁদপুুুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে এ রোড শো অনুষ্ঠিত হয়। দেশের অন্যান্য জেলার মতো চাঁদপুরেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, সচেতনতামূলক পোস্টার, লিফলেট বিতরণ, প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি, হ্রাসকৃত মূল্যে নিবন্ধন, চিকিৎসা পরামর্শ ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা।

রোড শোতে অংশ নেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর ডায়াবেটিক সমিতির অবৈতনিক সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, পরিচালনা পর্ষদ সদস্য কাজী শাহাদাত, তমাল কুমার ঘোষ, মোঃ রোকনুজ্জামান রোকন, ডাঃ বিশ^নাথ পোদ্দার, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ সাজেদা পলিন প্রমুখ।

চাঁদপুর ডায়াবেটিস হাসপাতালের কর্মরত চিকিৎসকগণ বলেন,যথাযথ চিকিৎসা ও শিক্ষা পেলে একজন ডায়াবেটিক রোগী চিকিৎসকের ওপর নির্ভরশীল না থেকে এই রোগকে ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এ রোগের যেসব ঝুঁকি আছে তা এড়িয়ে চলতে পারেন।

তারা বলেন, সারাবিশে^ই ডায়াবেটিস এখন মহামারি আকার ধারণ করেছে। এ রোগ আজীবনের। একবার হলে তা কখনো সারে না। তবে এ রোগ নিয়ন্ত্রণে রাখতে পারলে সুস্থ স্বাভাবিক জীবন-যাপন করা সম্ভব।

ডায়াবেটিস দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিলো : চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে প্রায় ১০০০ সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস পরীক্ষা-নিরীক্ষা।

Loading

শেয়ার করুন: