নীলকমলে নির্বাচনী সহিংসতায় মীর হত্যা মামলায় আটক-১

হাইমচর প্রতিনিধি॥

হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে নির্বাচনের দিন বিদ্রোহী প্রার্থী সউদ আল নাসেরের আনারস সমর্থকদের হামলায় নিহত মীর হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী সবুজ বেপারী(৩৬) পিতা লনি মিয়া বেপারী, সাং -ঈশানবালাকে আটক করেছে পুলিশ।

চলতি বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দিন দুপুরে নীল কমল ইউনিয়নের মধ্যচর ৬ ওয়ার্ড এলাকায় বিদ্রোহী প্রার্থী সউদ আল নাসেরের সমর্থকদের হামলায় নৌকার প্রার্থী সালাউদ্দিন সরদারের সমর্থক মীর হোসেন নিহত এবং একাধিক নৌকা সমর্থক গুরতর জখম হয়।

ঘটনার পর ৭ জানুয়ারি মীর হোসেনের ভাই মুকবুল হোসেন বাদী হয়ে হাইমচর থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী মুকবুল হোসেন বলেন, আমার ভাই নির্বাচন এর দিন নির্বাচন দেখতে আসে। এ সময় বিদ্রোহী প্রার্থী সউদ আল নাসেরের সমর্থকরা নৌকার প্রার্থী ও সমর্থকদের উপর হামলা চালায়। হামলাকারীরা আমার ভাই মীর হোসেনকে কুপিয়ে হত্যা করে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

মামলার তদন্ত কর্মকর্তা প্রদীপ কুমার জানান,নির্বাচনের দিন সহিংসতায় নিহত মীর হোসেন মামলায় সবুজ বেপারী কে আটক করা হয়েছে,ইতিমধ্যে এ মামলায় লিটন রারী নামে আরো একজন কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সকল অপরাধীদেরকে আইনের আওতায় নেয়ার জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

Loading

শেয়ার করুন: